স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জ্যেষ্ঠ পাঁচ নেতার জামিনের আবেদন করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে পাঁচ নেতার পক্ষ থেকে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ জামিন আবেদন করেন।
আজ সোমাবর আবেদনের ওপর শুনানি হতে পারে বলে সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান।
এ পাঁচ নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়র, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। গত ৮ নভেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়।