স্টাফ রিপোর্টার ॥ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মালেয়শিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বি তুন হাজি আব্দুল রাজ্জাক।
সকাল ১০ টায় তিনি স্মৃতিসৌধে আসেন। প্রথমে শহীদ বেধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সেনাবাহীনির একটি বিশেষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে তিনি বীর শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে।
পুস্পস্তবক অর্পন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপন করেন।
সকাল সোয়া ১০ টায় তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে গাজীপুরের শ্রীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব (কেপিজে) হাসপাতাল ও নাসিং কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালেয়শিয়ান প্রধানমন্ত্রী আব্দুল রাজ্জাকের আগমন উপলক্ষ্যে মঙ্গলবার ভোর হতেই ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে প্রধানন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীরা স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতার নাম সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেয়।
নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও মালেয়শিয়ান প্রধানমন্ত্রীর আগমন নিরবিচ্ছিন্ন রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব, বিজিব ও সেনাবাহিনীর নিজস্ব নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হয়েছে।