বিনোদন ডেস্ক ॥ ১৬ জানুয়ারি নিজের ৪০তম জন্মদিন উদযাপন করবেন বৃটিশ সুপারমডেল কেট মস। এই বয়সেও ‘প্লেবয়’ সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়ে চমকে দিলেন এক সন্তানের জননী মস। সাময়িকীটির ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদের জন্য অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় এ সুপারমডেল।
সূত্র জানায়, নিজের ৪০তম জন্মদিন উদযাপন উপলক্ষেই ‘প্লেবয়’-এর প্রচ্ছদে পোজ দেয়ার সিদ্ধান্ত নেন কেট মস। ৬০ বছর আগে মেরিলিন মনরোকে দিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘প্লেবয়’ সাময়িকীর। পরবর্তী ৬০ বছরের যাত্রা শুরু করার জন্য কেট মসকেই সবচেয়ে উপযুক্ত বিবেচনা করেছে ‘প্লেবয়’ কর্তৃপক্ষ।
পত্রিকাটির সম্পাদকীয় প্রধান জিমি জেলেনিক কেট মসের প্রশংসা করে বলেন, “প্লেবয় বৈশ্বিক মানের একটি ব্র্যান্ড। এর উদযাপনেও বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয় একজন আইকন প্রয়োজন ছিল। আর এ জন্য কেট মসকেই সবচেয়ে বেশি উপযুক্ত মনে হয়েছে।”