স্টাফ রিপোর্টার ॥ হরতালে রাজধানীর লক্ষীবাজারে যাত্রীবাহী লেগুনায় পেট্রোল বোমায় ৭ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি কেন্দ্রীয় ১০ নেতাকে আসামি করা হয়েছে। সোমবার সকালে সূত্রাপুর থানার এস আই নয়ন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় সাইফুল ইসলাম, মিজানুর রহমান সবুজ ও মো. শাহিন নামের ছাত্রদলের তিন কর্মীকে আটক দেখানো হয়েছে।
ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকাকে প্রধান আসামি এবং সংসদ সদস্য ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়াঁ জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ, মহানগর যুবদলনেতা ইসহাক সরকার, কাজি আবুল বাশার ও সায়েদ মন্টুসহ ১০ জনকে আসামি করা হয়েছে।