স্টাফ রিপোর্টার ॥ মজুরি বোর্ড প্রস্তাবিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষ চলছে। সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়। রিপোর্ট লেখার সময় সকাল সোয়া ৯টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছিল। সংঘর্ষকালে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ছাড়াও মুর্হুমুহু টিয়ার শেল ও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। পরে তারা পার্শ্ববর্তী অবনী নীট ও পর্দা কনজ্যুমারে হামলা চালিয়ে সেখানকার শ্রমিকদের তাদের সাথে যোগ দিতে বাধ্য করে। এরপর শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই তা ব্যাপক রূপ ধারণ করে।