স্পোর্টস ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতকে পাকিস্তানের হোম গ্রাউন্ড বলা হয়ে থাকে। বরাবরই তারা সেখানকার মাঠগুলোতে সফল। টেস্টে যাই হোক তাদের ওয়ানডের সুনাম সব সময়ই। কিন্তু সেই পাকিস্তান এবার দক্ষিণ আফ্রিকার কাছে নাকানি চুবানি খেল তাদের ‘হোম গ্রাউন্ডে’। পাঁচ ম্যাচের ওয়ানডেতে আগেই ৩-১-এ সিরিজ খুইয়ে বসেছিল তারা। সোমবার ছিল সিরিজের শেষ ও পাকিস্তানের মান বাঁচানো পঞ্চম ওয়ানডে। কিন্তু পাকিস্তানের মান বাঁচানো আর হলো কোথায়! আবারও তাদের ব্যাটসম্যানদের দৃষ্টিকটু শট। আবারও ব্যাটিং বিপর্যয়। আবারও হার।
সোমবার এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে (১১৫) দক্ষিণ আফ্রিকার করা ২৬৮ রানের জবাবে তারা অল আউট হয়ে গেল মাত্র ১৫১ রানে। আর পাকিস্তান এতে সিরিজ হারলো ৪-১ ব্যবধানে। আড়াই শ’ রান তাড়া করে জেতা যেন বাঘেরচোখ হয়ে দেখা দিয়েছে পাকিস্তানের সামনে। গত প্রায় ৩ বছর তারা আড়াই শ’ কিংবা তার চেয়ে বেশি রান তাড়া করে জিততে পারছে না। এবারও তার ব্যতিক্রম হলো না। সোমবার তাদের ব্যাটিং বিপর্যয়ের নমুনা আরম্ভ হয় ইনিংসের শুরু থেকেই। মাত্র ১৭ রানের মধ্যে আহমেদ শেহজাদ (২), মোহাম্মদ হাফিজ (৬) ও উমর আকমল (৫) ফিরে গেলে শুরু হয় তাদের ব্যাটিং ভঙ্গুরতা। সর্বোচ্চ ৫৩ রান করে উইকেটের এক পাশ আগলে রেখে ৫৩ রান করে পাকিস্তানকে বড় লজ্জার হাত থেকে বাঁচান আগের ম্যাচে অভিষেক হওয়া শোয়াইব মাকসুদ। অভিষেক ম্যাচে তিনি করেছিলেন ৫৬ রান। এছাড়া, এদিন মাত্র ৩ জন ব্যাটসম্যানের রান দুই অংকের কোটায় পৌঁছেছে। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১৫১ রানে।