বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সানফ্রান্সিসকোর ইআরবা বুয়েনা সেন্টারে মঙ্গলবার পণ্য উন্মোচনের অনুষ্ঠানে অ্যাপল নতুন অনেক কিছু তুলে ধরেছে। তবে পণ্যের নতুন তালিকা নয়, সবচেয়ে অভিনবত্ব হচ্ছে, আগ্রাসি মূল্যকৌশল।
অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিগি ঘোষ ণা করেন, “আজ আমরা মূল্য নির্ধারণে বিপ্লব ঘটাতে যাচ্ছি”। এছাড়া অ্যাপলের অপারেটিং সিস্টেমও দিয়ে দিবেন। এ সময় মঞ্চের বিশাল পর্দায় ভেসে ওঠে ‘বিনামূল্যে’।
এই ঘোষণা এমন দিনে দেওয়া হলো, যেদিন আইপড এয়ার এবং আইপড মিনি (রেটিনা ডিসপ্লে) সম্পর্কে সর্বত্র স্ক্রল চলছে। উৎসাহী ক্রেতারাও ডলার আর সেন্টের হিসাব কষছে। ম্যাভেরিক ওএস ছাড়াও অ্যাপলের আইলাইফ এবং আইওয়ার্কস আরো সমৃদ্ধ করে বিনামূল্যে দেওয়া হবে। নতুন প্যাকেজে এসব অন্তর্ভুক্ত করা হবে। এমন নয় যে এর গুরুত্ব নেই ক্রেতাদের কাছে। আইওয়ার্ক অ্যাপস ও কিনোট কিনতে অ্যাপল স্টোরে নির্ধারিত মূল্য ২০ ডলার। ধারণ করা হচ্ছে, রাজকীয়তার প্রতীক অ্যাপল ভবিষ্যতে আরো বিনামূল্যের অফার দিতে থাকবে। অ্যাপলের এসব সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন অ্যাপল তীব্র প্রতিযোগীতার মুখে পড়েছে।