স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও কলেজের সামনে মঙ্গলবার ভোরে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও কলেজের সামনে ইটিসি পরিবহণের একটি বাস রাখা ছিল। ভোরে কয়েকজন যুবক এসে ভাঙচুর করে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি ।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মনির জানান, বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বাসটি থানা হেফাজতে রয়েছে।