বিনোদন ডেস্ক ॥ বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স অ্যাকাডেমি এখন মোবাইল ব্যবহারকারীদের জন্যও সহজলভ্য। ডান্সউইথমাধুরী অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের মধ্য দিয়ে যে কেউ তা ব্যবহার করতে পারবেন তার সেলফোনে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইল এবং ট্যাবলেট ব্যবহারকারীরা এই অ্যাপটি চালু করতে পারবেন। অ্যাপটি এমনভাবে সাজানো হয়েছে, যা ব্যবহারকারীর ডিভাইসের সঙ্গে মানিয়ে যাবে। আর এ অ্যাপটির সাহায্যে ব্যবহারকারী নিজেই নাচ শিখতে পারবেন এবং তার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।
এক বিবৃতিতে মাধুরী বলেন, “যারা নাচ ভালোবাসেন এবং স্বাস্থ্য সচেতন তাদের জন্য অ্যাপটি দারুণ কাজ করবে। এর সাহায্যে যে কেউ যে কোনো স্থানে নিজেই নাচ শিখতে পারবেন এবং নিজেকে ফিট রাখতে পারবেন।”
মাধুরী আরও বলেন, “এই অ্যাপটির মধ্য দিয়ে নৃত্যপ্রেমীদের নিয়ে একটি আলাদা জগৎ তৈরি করার চেষ্টা করছি আমরা। এ অ্যাকাডেমির মধ্য দিয়ে যে কেউ আমার এবং আমার সহকর্মীদের কাছে নাচ শিখতে পারবেন। প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন।”
ফেব্রুয়ারি মাসে মাধুরী এবং আরএনএম মুভিং পিকচার্স যৌথভাবে ‘ডান্সিংউইথমাধুরী’ ওয়েবসাইটটি লঞ্চ করেন।