জেলা প্রতিনিধি, লালমনিরহাট ॥ লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং রেল লাইন উপড়ে ফেলেছে হরতাল সমর্থকরা।
রোববার সকাল ৯টার দিকে জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় রেল লাইন উপড়ে দিয়ে সারা দেশের সঙ্গে জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতাল সমর্থকরা।
বেলা সাড়ে ১০টার দিকে ১৮ দল নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মূল শহরে ঢুকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের জনতা ও পূর্বালী ব্যাংকেও ভাঙচুর চালায়। শহরের প্রতিটি মোড়ে পুলিশ ও বিজিবি টহল টিম থাকলেও তারা অনেকটাই নিষ্কিৃয় হয়ে পড়েছে।
আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই এখন পর্যন্ত দেখা যায় নি। আবারো ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা এ আশঙ্কায় শহরের লোকজন ঘর হতে বের হচ্ছে না। দোকানপাট বিপণিবিতান বন্ধ রয়েছে। কোনো যানবাহনই চলাচল করতে দেয়া হচ্ছে না লালমনিরহাটে।
লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, রংপুর র্যাব-৫ কে খবর দেয়া হয়েছে। যেকোনো সময় তারা আসতে পারেন।