জেলা প্রতিনিধি, খুলনা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, সংবিধান ও আইন অনুযায়ীই নির্বাচন হবে। কোনো দল এতে বাধা সৃষ্টি করে সফল হতে পারবে না।
রোববার দুপুরে খুলনার লবণচুড়ায় র্যাব-৬ এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, এজন্য দেশের উন্নয়ন ও স্বচ্ছ নির্বাচন দিতে বদ্ধপরিকর।