স্পোর্টস ডেস্ক ॥ ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখার জন্য কত আয়োজনই না করছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। ১৪ই নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তার ক্যারিয়ারের শেষ ও ২০০তম টেস্ট খেলতে মাঠে নামবেন। আর ওই টেস্টে টস করার জন্য টাকশাল থেকে শচীনের মুখাবয়ব সংবলিত নতুন মুদ্রা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে মুদ্রায় টস করে সেদিন ভাগ্য নির্ধারিত হবে মহেন্দ্র সিং ধোনি ও ড্যারেন স্যামির। বিসিসিআই-এর প্রধান নির্বাহী রতœাকর শেঠি এ বিষয়ে বলেন, ‘মুদ্রার একদিকে শচীনের পোট্রেট ছবি আর অন্য পাশে বিসিসিআই কিংবা মুম্বই ক্রিকেট এসোসিয়েশনের লোগো থাকবে।’
শচীনের শেষ টেস্টে মাঠে নামার আগে তাকে বিশেষভাবে অভিনন্দন জানাবেন বিসিসিআই’র প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। শেঠি বলেন, ‘আমরা এখন শচীনের শেষ টেস্টের দিকে তাকিয়ে আছি। রাহুল দ্রাবিড়কে যেমন আড়ম্বরপূর্ণ পরিবেশে বিদায় জানানো হয়েছে শচীনের ক্ষেত্রেও তেমন করতে চাই।’