বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১০০০ নারী বক্ষ স্পর্শ করে ভিন্ন ধরনের এক রেকর্ড প্রতিষ্ঠিত করলেন স্যাম নিকেল নামের এক রাশিয়ান। ১০০০ নারীর বক্ষ স্পর্শ করার পর তিনি সাক্ষাৎ করেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
স্যাম জানান, ব্যাপারটা তার কাছে মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকার দেয়া নারীদের মাত্র ১৫-২০ শতাংশই কেবল তাকে এই স্পর্শ অনুভূতি দিতে রাজি হয়েছিল। আর ৫০০০-৭০০০ নারী তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিল।
স্যামকে করতে হয়েছিল অমানুষিক পরিশ্রম। গ্রীষ্মের প্রচণ্ড তাপে দিনের প্রায় ৮ ঘণ্টারও বেশী সময় পার করেছেন দাঁড়িয়ে।
স্যাম আরো বলেন, তিনি সমকামী নন। এখনও তিনি নারী বক্ষের টান অনুভব করেন।