বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর বিকাল ৩ টায়।
বিশ্ববিদ্যালয় দপ্তর সূত্র জানায়, এবার ‘এ’ ইউনিটে ৭৯০টি, ‘বি’ ইউনিটে ৭১০টি, ‘সি’ ইউনিটের ৬২০টি, ‘ডি’ ইউনিটে ৫৪০টি এবং ‘ই’ ইউনিটে ১০০টি আসনসহ সর্বমোট ২ হাজার ৭ শত ৬০টি আসনের বিপরীতে ১ লক্ষ ৯১ হাজার ৪ শত ৯২ জন ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করেছেন।
১ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের পরিক্ষার মাধ্যমে শুরু, ৮ নভেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের, ১৫ নভেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের, ২২ নভেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের এবং ২৩ নভেম্বর শনিবার ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার মোট নম্বর ৭২ এবং সময় ১ ঘণ্টা (অন্যান্য কার্যাবলী সম্পন্নসহ ১ ঘণ্টা ৩০ মিনিট)। ‘এ’ ইউনিটে উচ্চ মাধ্যমিকে ‘বিজ্ঞান’ শাখার শিক্ষার্থীদের প্রত্যেককে চারটি বিষয়ের প্রতিটিতে ১৮টি করে মোট ৭২টি, বিজ্ঞান শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের এবং বি, সি, ডি ও ই, ইউনিটে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি বিষয়ের প্রতিটিতে ২৪টি করে মোট ৭২টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ১.০০। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
সকল ভর্তি পরীক্ষা বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টায় পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িলহঁ.ধপ.নফ) পাওয়া যাবে ।