বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিজেদের কন্যা সন্তানকে বিক্রি করে সেই অর্থের একটি অংশ দিয়ে আইফোন ও বাকি টাকা দিয়ে দামী বেশ কিছু সামগ্রী কেনার পর ধরা পড়েছে চীনের এক বেকার দম্পতি। ঝেং ও তেং নামের ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ঘটনা ঘটেছে সাংহাইয়ে। নিষ্ঠুর এ স্বামী-স্ত্রী তাদের তৃতীয় সন্তানটিকে দত্তক দেয়ার পর মোটা অঙ্কের টাকা নিয়েছে। অনলাইনে অবৈধভাবে সন্তান বিক্রি বা দত্তক দেয়ার প্রচারণা চালাচ্ছিল তারা। গত জুন মাস থেকে সন্তান বিক্রির জন্য তারা বিজ্ঞাপন দেয়া শুরু করে। ওই বিজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, চীনা মুদ্রায় ৫০ হাজার ইউয়ান বা ৮ হাজার ২০০ ডলারের বিনিময়ে এ দম্পতি তাদের অজাত সন্তানটি ভূমিষ্ঠ হওয়ামাত্র দত্তক দিতে প্রস্তুত। ঘৃণ্য পরিকল্পনা সফল করতে হাসপাতালে না গিয়ে বাড়িকেই সন্তান জন্মদানের জন্য বেছে নেয় ওই দম্পতি। জন্মের পরই সদ্যোজাত শিশুটিকে হস্তান্তর করে টাকা বুঝে নেয় তারা। সন্তান জন্মদানের দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা হয়। আইফোন, স্পোর্টসের দামী জুতা ও অন্যান্য ব্যয়বহুল সামগ্রী কেনার জন্য সন্তানটির মা ওই টাকা খরচ করেছে বলে প্রমাণ পান তদন্ত কর্মকর্তারা। ওই পিতামাতার দাবি, তারা সন্তানের ভালোর জন্যই এমনটা করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, তাদের দুই সন্তান রয়েছে। তৃতীয় সন্তানকে মানুষ করার মতো সামর্থ্য তাদের নেই। কোন সুবিধা পাওয়ার জন্য সন্তানকে দত্তক দেয়া হয়নি। বরং, তার ভালো ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা এ কাজ করেছে বলে জানায়। কিন্তু, ওই দম্পতির ব্যাংক রেকর্ড বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। স্পষ্টভাবেই, এটা ছিল জঘন্য এক পরিকল্পনা। এমনটাই বলছেন আইনজীবীরা।