স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার ২৫ অক্টোবর সারাদেশের ২০ জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেয়া ছাড়াও তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে। কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ, চাদপুর, বি-বাড়িয়া, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, বগুড়া, পাবনা, পঞ্চগড়, খুলনা, কুমিল্লা, গাজীপুর, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালীও লক্ষীপুর জেলায় ১৮ দলের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ শহর, গফরগাঁও, গৌরীপুর ও ধোবাউড়ায় বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৭০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ শহরের নতুন বাজার এলাকা থেকে ৫জনকে আটক করেছে।
গফরগাঁওয়ে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে গফরগাঁওয়ের শিবগঞ্জরোডের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুদুর আসতেই আওয়ামীলীগ ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩৫জন আহত হয়। পুলিশ ৪জনকে আট করে।অন্যদিকে গৌরীপুরে বিএনপির মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ শুক্রবার দুপুরে এ ঘটনা। এতে ছাত্রদল ও শ্রমিকদলের ৪ নেতা আহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুর এলাকায় ১৮ দলের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। নেত্রকোনার কলমা কান্দায় ১৮ দলের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ এখান থেকে ২ জনকে আটক করেছে। এসময় ১০ জন আহত হয়। নোয়াখালী শহরে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে ১৮ দলের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের সংর্ঘষে ২৫জন আহত হয়েছে। পিরোজপুরের জিয়ানগর এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। বাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেকার সংঘর্ষে ২০জন আহত হয়েছে।
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের সাথে পুলিশের ত্রিমুখি সংঘর্ষে ১ পুলিশ ও ২ সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিএনপিও জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ নিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। সমাবেশস্থলের বাইরে বিভিন্ন স্থানে লাগানো আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা। নগরীর বহদ্দার হাট, লালবাগ ও লালখান বাজার এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২২ জন আহত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে রেলস্টেশনে হামলা চালায় জামায়াত শিবির। নেত্রোকানা জেলার বারহাট্টা ও কলমাকান্দা উপজেলায় স্থানীয় বিএনপির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই উপজেলায় ২০ জন আহত হয়। কুমিল্লার মনোহর গঞ্জে আওয়ামী লীগও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।