স্টাফ রিপোর্টার ॥ ১৮ দলীয় সমাবেশের সময় বড় ধরনের সহিংসতা বা নাশকতার না ঘটলেও সমাবেশ শেষে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শেষ হওয়ার পর শাহবাগ মোড়, মৎস্যভবন, হাইকোর্টের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়।
এ সময় পথচারী ও আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজ্ঞাত দুস্কৃতিকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে খুজে পায়নি।
রমনা ডিবিশনের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার জানান, শাহবাড় মোড় ও হাইকোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কোথাও বিস্ফোরণের সংবাদ পাইনি।’