বিনোদন ডেস্ক ॥ ব্রিটনি স্পেয়ার্সের অষ্টম অ্যালবাম ব্রিটনি জিন। এই অ্যালবামের প্রধান গান ওয়ার্ক বি, যেটির ভিডিও নিয়ে ব্যস্ত ব্রিটনি। কিন্তু ভিডিও শ্যুটিং শেষে কিন্তু তিনি সাধারণ মা, যিনি বাসায় ফিরে সন্তানদের খাবার বানাতে ব্যস্ত হয়ে যান।
ব্রিটনির জিন অ্যালবামটির সব গানই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বলে জানান ব্রিটনি। তিনি বলেন, ‘আমাকে জিন নামেই পরিবারের সবাই ডাকে। জানুয়ারিতে জেসন ট্রইকের সাথে বিচ্ছেদের বিষয় নিয়েও একটি গান গেয়েছি এই অ্যালবামে।’
তিনি আরো বলেন, ‘প্রেমিকের সাথে বিচ্ছেদ হওয়া কোন প্রেমিকা এই গানটি শুনলে তাকে কখনো একা মনে হবে না। বরং অন্যরকম ভালোলাগা কাজ করবে।’
৮ বছর বয়সি সন ও ৭ বছর বয়সি জেদেন ব্রিটনির দুই সন্তান।
সব দিক সামলিয়েও তিনি শ্যুটিং গানের করছেন। কাজ শেষ করে বাড়ি ফিরে দুই সন্তানের জন্য রাতের খাবার তৈরি করেন। নতুন ভিডিওর জন্য নিজের শারীরিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কষ্ট করতে হচ্ছে তাঁকে। ফিটনেস প্রশিক্ষকের নির্দেশ অনুযায়ী খাওয়া কমিয়ে দিয়েছেন।
গ্র্যামি বিজয়ী এই শিল্পী এপিকে জানান, লাস ভেগাসে ‘প্ল্যানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো তে ২৭ শে ডিসেম্বর থেকে ‘ব্রিটনি: পিস অফ মি’ অনুষ্ঠান শুরু হবে।