বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আর মাত্র ১০ দিন বাকি। এরপরই শেষ হচ্ছে সৌদি আরবে অবৈধ বিদেশী শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ। প্রথম দফায় সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিভিন্ন মহলের আবেদনের প্রেক্ষিতে সৌদি আরব সরকার দ্বিতীয় দফায় মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করে। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩রা নভেম্বর। এ দিনটি যতই কাছে এগিয়ে আসছে ততই শ্রমিকদের মধ্যে অস্থিরতা বাড়ছে। অনেক শ্রমিক এখনও বৈধ হতে পারেন নি। তাদের মধ্যে কাজ করছে উদ্বেগ। কারণ, এরই মধ্যে সৌদি আরবের সরকার ঘোষণা করেছে তারা এ সময়সীমা পার হয়ে যাওয়ার পর আর কোন সহানুভূতি দেখাবে না। অবৈধ শ্রমিকদের ধরার জন্য বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দিয়ে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। ওদিকে অবৈধ শ্রমিকদের সঙ্গে সঙ্গে কিছু নিয়োগদাতা কোম্পানির মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এর কারণ- অনেক ক্ষেত্রেই আকামা পরিবর্তনের সুযোগ নেই। তাই বৈধভাবে যোগ্যতাসম্পন্ন শ্রমিক নিয়োগ দিলেও তাদের মধ্যে পীড়ন সৃষ্টি হয়েছে। আবার অনেক কোম্পানি অবৈধ শ্রমিকদের বৈধতা নিতে সহায়তা করেনি। এমনই এক শ্রমিক বলেন, আমাকে আমার কোম্পানি কোন সাহায্য করেনি। আমরা কাজ করেই যাচ্ছি। কিন্তু আমাদের সমস্যা সমাধানে নিয়োগকারী প্রশাসন এখনও নীরব রয়েছে। এখানে উল্লেখ্য, সৌদি আরবে রয়েছেন বাংলাদেশী বিপুল সংখ্যক শ্রমিক। তাদের অনেকেই অবৈধ। তারাও এমন ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। ওদিকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে অবৈধ বা অননুমোদিত উপায়ে কাউকে কাজে নিয়োজিত পাওয়া গেলে তাকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, তারা অবৈধ শ্রমিকদের শতকরা ৮০ ভাগের বেশির কাগজপত্র প্রক্রিয়াজাত করে ফেলেছে।