বিনোদন ডেস্ক ॥ নানাভাকে আলোচিত অনিল কাপুরের মেয়ে নায়িকা সোনম কাপুর। স্বল্পবসনা নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। অভিনয়ে ভালো না হলেও তরুণী দেহ দেখিয়ে বেশ নাম কামিয়েছেন সোনাম কাপুর। তারা বাবার সাথেও তার তোলা ছবিতে অশালীন পোষাকে দেখা যায় তাকে। সোনম আলোচনায় থাকেন অভিনয়ের জন্য নয় অন্য কারনে। এবার আলোচনায় ব্রান্ড অ্যাম্বাসেডর হয়ে।
পোশাকে ব্যতিক্রমী ও আকর্ষণীয় হওয়ার কারণে বলিউড স্টাইলিশ খ্যাতিটা পেয়েছেন খুব বেশি দিন হয়নি। তবে, শুধু পোশাকেই নয়, স্বাস্থ্যেও তিনি অনেক বেশি সচেতন। এই সচেতনতার জন্যই কারিনা কাপুরের পর বলিউডে জিরো ফিগার ধারণ করতে যাচ্ছেন সোনম কাপুর। আর সে কারণেই
অনিল কন্যা বলিউড স্টাইলিশ সোনম কাপুর এবার হেলথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সোনম কাপুর।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর বলেছেন, বাবা অনিল কাপুরসহ তার পরিবারের পুরুষ সদস্যরা বিয়েতে বিশ্বাস করেন না এবং তারা সম্পূর্ণ বিয়ে বিরোধী।