দাম্পত্য সম্পর্ক ভাঙার সাত কারণ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তো কেমন চলছে আপনার সম্পর্ক? কীরকম যাচ্ছে সময়? বিভ্রান্ত অবস্থায় ভাসছেন আর ডুবছেন? নাকি সাগরের তীরে একাকি সময় কাটাচ্ছেন? নাকি আপনার পথ রীতিমত কাঁটায় পরিপূর্ণ? জীবনের কোনো না কোনো সময় সম্পর্কের দিক থেকে অনেককেই হোঁচট খেতে হতেই পারে। সবচাইতে নির্ভর করার মতো প্রিয় মানুষটিকেও হয়তো মুহূর্তের অসতর্কতার জন্য হারাতেও হতে পারে আপনাকে। তাই সম্পর্কের মধ্যে দুরত্ব তীব্রতা পাওয়ার আগেই যদি সতর্ক হয়ে যান কেন আপনার এই বিশেষ সম্পর্কটি ভাঙনের মুখে পড়ছে বা পড়তে পারে, তাহলে হয়তো শেষ মুহূর্তে কাছের মানুষটিকে দূরে সরে যাওয়া থেকে আটকাতে পারেন আপনিও।

ঈর্ষা

যে পরমপ্রিয় মানুষটিকে আঁকড়ে ধরে সারাজীবন বাঁচার পরিকল্পনা করছেন আপন, তার সঙ্গেই যদি কোনোভাবে ঈর্ষায় জড়িয়ে পড়েন কিংবা বেশি ভালোবাসা বা যতœ করতে গিয়ে যদি মাত্রা ছাড়িয়ে সঙ্গীর ওপর অধিকারবোধ খাটাতে শুরু করেন তাতে রীতিমত উল্টো ফল পেলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এতে সম্পর্ক ভালো হওয়ার বদলে বরং ধীরে ধীরে আপনার ওপর আপনার সঙ্গীর আস্থা, ভরসা, ভালোবাসা, নির্ভরশীলতা সবই কমে আসতে পারে ধীরে ধীরে। আর একসময় আপনার অজান্তেই হয়তো তার সঙ্গে আপনার সম্পর্কে চলে আসতে পারে চরম দূরত্ব।

যৌন সমস্যা

ভিন্ন ভিন্ন মানুষের যৌন চাহিদাতেও ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। একজনের জন্য যদি সপ্তাহে একদিনই যৌন সংসর্গ যথেষ্ট হয়েও থাকে, তা যে অপর সঙ্গীর জন্যেও যথেষ্ট হতে হবে- এমন কিন্তু নয়। তাই এ ব্যাপারে যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা না বলে থাকেন কিংবা আপনার কোনো ধরনের যৌন সমস্যা থেকে থাকলে তা নিয়ে এখনো আপনি আপনার সঙ্গীসমেত কোনো বিশেষজ্ঞের মতামত না নিয়ে থাকেন, তাহলে হয়তো এরই মধ্যে আপনার বিপদের ঘণ্টা বেজে উঠেছে!

অতীতের ছায়া

অতীতের পুরানো কোনো ঘটনা যেমন মাদকাসক্তি, আগের কোনো সম্পর্ক বা বিয়ে বা অন্য কোনো কালো অতীত আপনার বর্তমান সম্পর্কে প্রভাব ফেলবে না এমন মনে করা কিন্তু নিতান্তই একটি অবাস্তব চিন্তা। তাই আপনার বা আপনার প্রিয় মানুষটির জীবনে এমন কোনো অধ্যায় থাকলে তা নিয়ে নিজে খোলামেলা আলোচনা করুন এবং তাকেও সে সুযোগ দিন। তা না করে যদি উল্টো এসব নিয়ে খুব বেশি নাড়াচাড়া হয়, কিংবা একে দুর্বলতা মনে করে সারাক্ষণ একজন আরেকজনকে মনে করিয়ে দিতে থাকেন, তাহলে যেকোনো সময় তা আপনাদের বর্তমান সম্পর্কের উপরে শেষবারের মতো পর্দা টানার জন্যে কিন্তু যথেষ্ট।

আর্থিক সংকট

আর্থিক সমস্যা কিন্তু সবার জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। যেকোনো সময় যেকোনো কাউকে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হতেই পারে। তাই কোনো কারণে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হলে পরিবার-পরিজন নিয়ে তা মোকাবেলা করুন। এর বদলে যদি সারাক্ষণ দুশ্চিন্তা করেন তাহলে ঋণে জর্জরিত হয়ে পড়ার মতো নানারকম বাড়তি বিপদও কিন্তু ডেকে আনতে পারেন নিজের অজান্তেই। আর যদি কোনো দম্পতি মিতব্যয়ী না হন, অর্থনৈতিক মূল্যবোধের কদর না বোঝেন তাহলে তো সোনায় সোহাগা!

সন্তানের দায়িত্ব

সন্তানের জন্য বাবা-মা’দের পালন করতে হয় নানারকম দায়িত্ব। সময় থাকতেই এ ব্যাপারে সচেতন হোন। যত সমস্যাই হোক আর যে সমস্যাই হোক না কেন, সন্তানদের সামনে বাবা-মা’কে সবসময়েই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিষয়ে একজন সন্তানকে নিষেধ করলেন, আবার অন্যজন তা করার অনুমতি দিয়ে দিলেন- এমন হলে কিন্তু আপনার সন্তান একদিকে যেমন বিভ্রান্ত হবে, অন্যদিকে তেমন অবাধ্যও হয়ে যাবে। এর উপরে যদি সন্তান আগের ঘরের হয়ে থাকে তাহলে তো এসব ব্যাপার খেয়াল না করলে চরম বিপত্তি বাধার আশঙ্কা রয়েছেই। বাবা-মা উভয়েরই নির্দিষ্ট কিছু বিষয় বা নিয়ম সব সময়েই মেনে চলা উচিত এবং এগুলোর ব্যাপারে কঠোর হওয়া উচিত।

শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি!

শ্বশুরবাড়ি অনেকের কাছে খুব আনন্দের বিষয় হলেও সবার কাছে কিন্তু তা মধুর হাঁড়ি হয়ে দেখা নাও দিতে পারে। বিশেষ করে যখন আপনার কিংবা আপনার সঙ্গীর বাবা-মা তাদের সন্তানের সঙ্গী নির্বাচন পছন্দ করে নিতে পারেন না কিংবা তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিতে পারেন না, তখন কিন্তু তা বিশাল সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ এতে পারিবারিক জীবন শুরুতেই বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নানারকম অতি নাটুকেপণা দেখতে দেখতে আপনারাই বিভ্রান্ত হয়ে যেতে পারেন যে হচ্ছেটা কী! তাই পরে বিভ্রান্ত হয়ে সম্পর্ক ভাঙতে না চাইলে আগেভাগেই সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন বুঝেশুনে।

নাছোড়বান্দা পুরানো সঙ্গী

‘পিরীতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না!’- এই পুরনো প্রবাদটি অনেকের জীবনের সত্য হয়ে যায় যখন আগের সঙ্গী কিছুতেই আপনাকে কিংবা আপনার প্রিয় মানুষটিকে ভুলতে রাজি নন বিধায় নানা ছুতায় প্রবেশ করতে চান আপনাদের সাজানো সংসারে। এর ফলে সৃষ্টি হয় নানা রকম নাটুকে পরিস্থিতির যার কোনো সীমা নেই। এতে যদি আপনার সঙ্গী বিমর্ষ হয়ে পড়েন তাহলে বুঝুন যে সমস্যাটার উৎপত্তি হয়েছে কোথায়, তারপর নিজে শক্ত হয়ে পাশে থাকুন আপনার প্রিয় মানুষটির। সমাধানের চেষ্টা করুন দু’জন একসাথে। সূত্র ওয়েবসাইট।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫