স্পোর্টস ডেস্ক ॥ জাতীয় দলে সতীর্থ, কিন্তু ক্লাবে শক্ত প্রতিপক্ষ। একজন ইতালিয়ান ক্লাব এসি মিলানের ফরোয়ার্ডে নেতৃত্ব দেন আর অন্যজন একই পজিশনে খেলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। একজন রবিনহো আর অন্যজন নেইমার। বয়সের ব্যবধান ৮ বছর। কিন্তু বার্সেলোনা স্টার নেইমারের ‘আদর্শ’ এই রবিনহো। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের খেলায় প্রথমবারের মতো নিজের ‘আদর্শ’-এর প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন নেইমার। খেলার পুরোটা সময়ে এদিন কাছাকাছি হলে মাঝেমধ্যেই কথা বলতে দেখা গেছে তাদের। দুজনই যেন পরস্পরের মধ্যে জার্সি বদলের জন্য অধীর আগ্রহে ছিলেন। খেলার মধ্য সময়ের বিরতিতে দু’জন দু’জনের হাত ধরলেন। নিজেদের গায়ের জার্সি খুলে একে অপরের সঙ্গে বদল করলেন। হাসিমুখে কথা বললেন কিছুক্ষণ। নেইমার আর আইডলের প্রতি সম্মান দেখাতে কার্পণ্য করেননি। খেলা শেষে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা বরিনহোর সঙ্গে নিজের ছোটবেলার তোলা একটি ছবি পোস্ট করেছেন নিজের টুইটারে। সেখানে লিখেছেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ ছিল। প্রথমবারের মতো আমি আমার আইডলের বিপক্ষে খেললাম। বাল্যকাল থেকেই আমি তাকে অনুসরণ করে আসছি। তার বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য গৌরবের। সব সময়ই তার জন্য শুভ কামনা রইল। তার সঙ্গেই আমার খেলার ইচ্ছা ছিল। কিন্তু আমি আজ বার্সায়। হা.হা..হা… আমি তোমাকে ভালবাসি।’
রবিনহোর প্রতি নেইমারের এই ভালবাসা প্রকাশের বেশ প্রেক্ষাপট রয়েছে। এই দুই ব্রাজিলিয়ানের মধ্যে রয়েছে অদভুত কিছু মিল। দুজনই ব্রাজিল জাতীয় দলে খেলার আগে নিজেদের ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোস দিয়ে। সন্তোস থেকে দুজনই স্পেনে পাড়ি জমান। ২০০৫ সালে ২০ মিলিয়ন পাউন্ডে রবিনহো যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে আর এই মওসুমে ৫০ মিলিয়ন পাউন্ডে নেইমার যোগ দিয়েছেন বার্সেলোনায়।