বিনোদন ডেস্ক ॥ রিয়েলিটি শোর ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খায়ালো কি মল্লিকা’র শুটিং সেটে এবার কাঁদলেন মল্লিকা শেরাওয়াত। কারণ খোদ শোর এক প্রতিযোগীই মল্লিকার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
পরে তার সঙ্গে যোগ দেয় রিয়েলিটি শোতে অংশ নেয়া আরো কয়েকজন প্রতিযোগী। তারা মল্লিকার সম্পর্কে নোংরা মন্তব্য করা শুরু করে। মল্লিকার জন্য স্বামী খুঁজে পেতে এই রিয়েলিটি শো চালু করা হয়েছে। এতে উপস্থাপনা করছেন মল্লিকা নিজেই।
মহেশ ভাট প্রযোজিত ব্লকবাস্টার ‘মার্ডার’(২০০৪) ছবিতে অভিনয় করেছেন মল্লিকা। সেই মহেশের সঙ্গে মল্লিকার অবৈধ সম্পর্ক আছে বলেও অভিযুক্ত করেন শোর প্রতিযোগীরা।
শুটিং সেটে মল্লিকা তৎক্ষণাৎ কান্নায় ভেঙে পড়েন। অনেকক্ষণ ধরেই কাঁদেন এই বিতর্কিত অভিনেত্রী। সেটে একশর বেশি মানুষ ছিলেন। কেউই চেষ্টা করে মল্লিকার কান্না থামাতে পারেননি।
পরে হঠাৎ করেই মল্লিকা শুটিংস্থল ত্যাগ করেন। এরপর দুদিন শুটিং করতে আসেন নি তিনি। পরে অবশ্য শোর নির্মাতা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে শুটিং করতে রাজি হয়েছেন মল্লিকা।