স্টাফ রিপোর্টার ॥ আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় গরুর চামড়া প্রতিবর্গফুট নির্ধারণ করা হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা। ঢাকার বাইরে গরুর চামড়া ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খাসির চামড়া ৫০-৫৫ টাকা, ছাগলের চামড়া নির্ধারণ করা হয়েছে ৪০-৪৫ টাকা। তবে চামড়া পাচার নিয়ে ব্যবসায়ীদেও মধ্যে এক ধরণের আতঙ্ক কাজ করছে।
শনিবার সকালে বাংলাদেশ হাইড অ্যান্ড স্ক্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা বৈঠক করে এই দাম নির্ধারণ করেন।
অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা বলেছেন, গত কোরবানিতে পশুর চামড়ার দাম নির্ধারণ না করায় ফড়িয়া, পোস্তা এবং ট্যানারি মালিকের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। দাম নির্ধারণের ফলে এবার এ সংকট নিরসন হবে।
এআর আগে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) মহাসচিব মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘সামনের নির্বাচনকে ঘিরে এবার কোরবানি বেশি হবে। এ কারণে প্রচুর পরিমাণে চামড়া সংগ্রহ করা যাবে। তাছাড়া কোরবানি পশুর দাম কমলে চামড়ার পরিমাণও বাড়বে।