জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজা, তা সার্বজনীন ও শ্রদ্ধার উৎসব। বাংলাদেশের সকল মানুষ এর সাথে সমপৃক্ত হন। হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে অত্যান্ত আনন্দের সাথে এ উৎসব পালন করেন। এটাই বাংলাদেশ বৈশিষ্ট। বাংলার মানুষ যে যে ধর্মে বিশ্বাস করুক না কেন- তাদের মধ্যে রয়েছে একে অপরের প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব, যা আগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
রোববার মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও শহরের হলপাড়া, আশ্রপাড়া, বাজারপাড়া, ঘোষপাড়াসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি নিজ জেলার পুরোনদিনের বন্ধুদের সাথে সাক্ষাত ও পুজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে জেলা বিএনপির নেতাকর্মীরা উস্থিত ছিলেন।