বিনোদন ডেস্ক ॥ আশিকি টু-র পর থেকেই একে অপরের প্রেমে পাগল হয়েছেন আদিত্য রয় কপূর ও শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছিল এরকমই কিছু। তবে সেটা বোধহয় পুরোপুরি সত্যি নয়। দুজনেই প্রেমে পড়লেও, দপেয়ার কা ইজহারদ এখনও বাকি রয়েছে।
জানা গেছে আদিত্য নাকি শ্রদ্ধার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর শ্রদ্ধা? তিনিও প্রেমে পড়েছেন। কিন্তু ভয় পাচ্ছেনে আদিত্যের প্রতিজ্ঞাবদ্ধ হতে। কারণ, আদিত্য ও তার নিজের পুরনো ফেলে আসা সম্পর্ক। দুজনেই এর আগে ভালবাসায় আঘাত পেয়েছেন। তাই নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়তে ভয় পাচ্ছেন শ্রদ্ধা। তবে আদিত্য নাকি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শ্রদ্ধা-আদিত্যর বাস্তব জীবন রুপালি পর্দার ‘আশিকি টু’ হবে কি না, তা জানার জন্য দর্শকদের অন্তত অপেক্ষায় থাকা ছাড়া গতি নেই। সূত্র: ওয়েবসাইট।