বিনোদন ডেস্ক ॥ এতদিনের ফিল্মি যাত্রাটা কেন যেন সফলতার মুখ দেখতে পাচ্ছিল না। হয় সামনের সারির কোনো ছবির কোনো অগুরুত্বপূর্ণ সাইড রোল। কিংবা নিখাদ বি গ্রেডের যৌন সুড়সুড়িতে ভরা নায়িকা।
আর এই যখন ভাগ্যে, তখন ফিল্মি ক্যারিয়ারে খুব একটা বর্তাতে পারেননি শার্লিন চোপড়া। সেটা খুব একটা অযৌক্তিক কিছু নয়। কিন্তু রাতারাতি রূপেশ পালের ত্রিমাত্রিক কামসূত্রের জোরে একেবারে সামনের সারির আলোচনার টেবিলে এরই মধ্যে কড়া নাড়া শুরু হয়ে গেছে শার্লিনের।
ছবির প্রথম ভাগের কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। খুব শিগগিরই ছবির দ্বিতীয় দফার শুটিং নিয়ে মাঠে নামবেন পাল বাবু। আর সেই অবসরে আবারও শরীরের ভাঁজগুলো শান দিয়ে নিচ্ছেন শার্লিন।
যাই হোক, বহু বছরের প্রতীক্ষার ফল কামসূত্র থ্রিডি নিয়ে বিন্দুমাত্র আপসে রাজি নন শার্লিন। আর এ ছবির বরাতে ভারতবর্ষে আলোচিতের চেয়ে সমালোচনার পাল্লাটা ভারি হতে পারে, সে চিন্তায় পশ্চিমা মুল্লুকেও বাড়াচ্ছেন শার্লিন ইদানীং তার নেটওয়ার্কের জাল।
খুব জলদিই হয়তো দেখা করবেন প্লেবয় গুরু হিউ হ্যাফনারের সঙ্গে। যদি হ্যাফনারের কৃপাধন্য হয়েই যান, তবে সেদিন হয়তো খুব বেশি নয়, যেদিন নিজের শরীরের জেল্লাটা শার্লিন প্লেবয়ের পাতায় কিংবা খোদ মলাটেই তুলে ধরতে সক্ষম হবেন।