স্পোর্টস ডেস্ক ॥ নিজ মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো দারুণ ফর্মের ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার। রোববার ইংলিশ প্রিমিয়ার রীগের খেলায় হোয়াইট হার্ট লেনের মাঠে মলিন হারে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নেমে গেলো স্পাররা। একই দিন আর্সেনালের পয়েন্ট খেয়ে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে বধের পর রোববার তারা শীর্ষ দল আর্সেনালকে রুখে দেয় ১-১ গোলে। তবে ১৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার রীগ তালিকায় এখনও শীর্ষ নামটি আর্সেনালেরই। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে রয়েছে লিভারপুল। রোববার জয় নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এসেছে চেলসি। লন্ডন ব্লুরা প্রতিপক্ষ মাঠে নরউইচ সিটিকে হারিয়েছে ৩-১ গোলে।