বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সম্প্রতি হাঙ্গেরি একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মিনি স্কার্ট পড়ে কাসে আসা নিষিদ্ধ করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জামা কাপড় খুলে প্রতিবাদ করেছে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। কাসে নগ্ন হয়ে বুকের ওপর বই ধরে নিজেকে আড়াল করে তারা। এই অভিনব কৌশলটি নজর কেড়েছে হাঙ্গেরিসহ বিশ্ব মিডিয়ায়।
ছবিতে দেখা যায় ছাত্রছাত্রীরা কাসে উপস্থিত হয়েছে উলঙ্গ ভাবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও আন্দোলনরত শিার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন।
মূলত, গত ১ অক্টোবরের থেকে বিশ্ববিদ্যালয় কতৃপ ছাত্রছাত্রীদের জন্য নতুন ড্রেস কোড অনুসরণে নির্দেশনা জারি করে। তারই প্রতিবাদে ছাত্রীরা নগ্ন হয়ে প্রতিবাদ জানায়।