বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চিনে মতাসীন কমিউনিস্ট পার্টি এবং তাদের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন অস্থিরতা তৈরি না হয়, সে ল্েয ২০ লাখের বেশি সরকারি কর্মচারি সার্বণিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যক্রম পর্যবেণ করে যাচ্ছে। খবর বিবিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দ্য বেইজিং নিউজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সরকারি কর্মীদের বেশিরভাগই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটগুলোতে প্রতিদিন পোস্ট হওয়া বার্তাগুলো পর্যবেণ করছে।
কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারের ওপর নেতিবাচক প্রভাব এবং কোনো প্রকার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য চিনের সেন্সরশিপ কর্তৃপ ইন্টারনেট কার্যক্রমের ওপর সার্বণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ওয়েন জিয়াবাও প্রায় দুইশ’ ৭০ কোটি মার্কিন ডলার মূল্যমানের সম্পদ আত্মসাৎ করেছেন, গতবছর এধরনের একটি সংবাদ প্রকাশ করায় মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকে নিষিদ্ধ করে চিনা কর্তৃপ।
সম্প্রতি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ‘সিনা ওয়েইবো’ ২০১০ সালে যাত্রা করে। রাজনৈতিক ও সামাজিক কিছু অস্থিরতার কারণে এর ব্যবহারের বিধি-নিষেধের ওপর আরও কড়াকড়ি আদেশ জারি করে দেশটির সরকার।
উল্লেখ্য, জনবহুল চিনে ৫০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।