স্টাফ রিপোর্টার ॥ সিলেট সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ব্যাপক প্রচারণায় নেমেছেন তার সমর্থিত নেতাকর্মীরা।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আগামীকাল শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে যোগ দিতে সিলেটে আসছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেলে ঢাকা থেকে তিনি সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।
কিন্তু শুক্রবার ঢাকা থেকে সিলেট আসার পথে দেখা গেছে, হবিগঞ্জে থেকে মৌলভীবাজার পযন্ত নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তৈরি ব্যানার ফেস্টুনে যেন ঢেকে গেছে নির্দলীয় সরকারের দাবি। রাস্তার দুইপাশে বিএনপির কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক এমপি ও স্থানীয় নেতাদের সৌজন্যে তৈরি করা প্রায় সবগুলো ফেস্টুনে ইলিয়াস আলীর ছবি দিয়ে লেখা আছে ‘ইলিয়াস আলীকে জীবিত ও অক্ষত ফেরত চাই’ স্লোগান।
নিখোঁজ ইলিয়াসকে ফিরিয়ে দেয়ার দাবিতে তোরণ, ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডে পুরো নগরী ছেয়ে ফেলেছে তার সমর্থক নেতাকর্মীরা। দলের অন্য নেতাদের চেয়ে অনেক বেশি পোস্টার চোখে পড়ে এক বছরের বেশি সময় ধরে রহস্যজনকভাবে নিখোঁজ থাকা সিলেট বিএনপির সভাপতি ইলিয়াস আলীর। শহরের মোড়ে মোড়ে, পথে পথে লাগানো হয়েছে ইলিয়াস আলীকে ফেরত চাওয়ার দাবিতে পোস্টার, বিলবোর্ড। লিফলেটও ছড়ানো হচ্ছে প্রচুর।
তবে খালেদার যাত্রা পথে তাকে শুভেচ্ছা জানিয়ে নির্দলীয় সরকারের দাবিতে ঢাকা থেকে শুরু করে কাচপুর, নারায়ণঞ্জ, নরসিংদী, ভৈরব, হবিগঞ্জে মৌলভীবাজার ও সিলেটে দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে রাস্তার দুইধারে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছেন বিএনপি নেতারা।
কোথাও কোথাও দলীয় প্রধানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্দলীয় সরকার পুনর্বহালের দাবির সঙ্গেও জুড়ে দেয়া হয়েছে ইলিয়াস আলীর সন্ধানের দাবি।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে গাড়ি চালকসহ নিখোঁজ হন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তার সন্ধান চেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন হরতালসহ নানা কর্মসূচি পালন করলেও এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি।