বিনোদন ডেস্ক ॥ সাধারণত এতদিন বলিউড নায়কেরাই সিক্সপ্যাক শরীর দেখিয়ে দর্শক টানতে চেষ্টা করতো। কিন্তু এবার নাকি সিক্সপ্যাক ব্যায়ামপুষ্ট শরীর দেখাতে যাচ্ছেন পাতৌদির নবাব বেগম কারিনা কাপুর।
সবকিছু ঠিক থাকলে কারন মালহোত্রার ‘শুদ্ধি’ ছবিতেই নাকি সিক্সপ্যাক কারিনাকে দেখা যাবে। আর ছবিতে তার সঙ্গে থাকছেন আরেক সিক্সপ্যাক নায়ক বলিউডের গ্রিকগড খ্যাত ঋত্বিক রোশন।
বর্তমানে কারিনা ব্যাস্ত আছেন তার মুক্তি প্রতিতি ‘গোরি তেরি পেয়্যার মে’ ছবির প্রচারণার কাজে। আসছে নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। এরপরেই নাকি বেবো শুরু করবেন মার্শাল আর্টের ট্রেনিং। ‘শুদ্ধি’ ছবিতে কারিনার চরিত্রটির প্রয়োজনেই নাকি তিনি এই প্রশিণ নেবেন। আর তার জন্যই তৈরি করবেন সিক্সপ্যাক শরীর।
এখন নাকি তাই বলিউডে ফিসফাস চলছে কারিনার নতুন এই প্রজেক্ট নিয়ে। অনেকেই বলছেন, কারন যদি কারিনাকেই সিক্সপ্যাক শরীর তৈরি করতে বলেন, তাহলে ঋত্বিককে না জানি কতো প্যাক শরীর বানাতে বলেছেন।