স্টাফ রিপোর্টার ॥ ২০১৪ সালে ২২ দিন সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।২০১৪ সালে ছুটি ২২ দিন এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রাখা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ছুটি অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানান।
তিনি জানান, ২২ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক বন্ধ ৬ দিন পড়ে যাওয়ায় প্রকৃত ছুটি ১৬ দিন পাওয়া যাবে।
চলতি বছরও ২২ দিন ছুটি ছিল, তবে শুক্র ও শনিবার বাদে মোট ছুটি পাওয়া গেছে ১৮ দিন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভায় ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন আইন ২০১৩-এর অনুমোদনও করা হয় সভায়।
এছাড়া আইনি সহায়তা প্রদান আইন-২০১৩ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে টিসিবির খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় বলে জানান সচিব।
এছাড়া বৈঠকে ইমারত নির্মাণে নকশা অনুমোদনে ক্ষমতাসংক্রান্ত দ্বৈততা নিরসনে আইন সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়। তবে এটি পূর্ণাঙ্গ রূপে আবারও মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।