বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমসিকিউ প্রশ্নপত্রে সারাদেশের মোট ৬৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সরকারি ২২টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কঠোর নজরদারি রাখা হয়েছে। গতকাল দুপুরে পুলিশি প্রহরায় কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের কাছে পরীক্ষার প্রশ্নপত্র হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, দেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। বর্তমান পরীক্ষা পদ্ধতি অনুযায়ী যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত জিপিএ-৮ পেয়েছেন কেবল তারাই মেডিকেলে ভর্তির আবেদন করতে পেরেছেন। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবেন।