বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশের ওষুধ ব্যবসায়ীদের আট-দফা দাবির সমর্থনে ডাকা সারা দেশে ওষুধের দোকানে ধর্মঘট বৃহস্পতিবার শেষ হয়েছে।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপাতি সাদেকুর রহমান এর আগে বিবিসিকে জানিয়েছিলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে রাত ১০টার পরিবর্তে এই ধর্মঘট এখন শেষ হবে সন্ধ্যে ছ’টায়।
বাংলাদেশে পাইকারি ওষুধের সবচেয়ে বড় বাজার ঢাকার মিটফোর্ডে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি শতাধিক বিক্রেতাকে গ্রেফতার করে এবং জরিমানা করে।
এর পরই ওষুধ ব্যবসায়ী সমিতি এই ধর্মঘটের ডাক দেয়।
ঢাকা থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, ধর্মঘট চলাকালীন সময়ে রোগীদের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। বিশেষভাবে ডায়াবেটিস, হাঁপানি, হৃদরোগ ও দুর্ঘটনায় পড়া রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে আরো অসুস্থ হয়ে পড়েন।
সারা দেশে যেখানে হরতালের মধ্যেও এই জরুরি সেবা চালু খোলা থাকে, সেখানে দোকানে তালা ঝুলিয়ে রোগীদের ‘জিম্মি’ করার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটকে অমানবিক বলে বর্ণনা করেছেন।
ধর্মঘট শুরু হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে সরকারের ঔষধ অধিদপ্তর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে।
বৈঠক শেষে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আটক ব্যবসায়ীদের আগামী সাত দিনের মধ্যে মুক্তি দেয়া হবে।
পাশাপাশি অভিযানের সময় সিলগালা করা হয়েছে যেসব দোকান সেগুলোও খুলে দেয়া হবে বলে কর্মকর্তারা বলছেন।