বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বলিভিয়ার সান্তা ক্রুজ প্রদেশে উড়ন্ত বিমান থেকে ১০ লাখ মার্কিন ডলার ভর্তি একটি ব্যাগ নিচে ছুঁড়ে ফেলেছে একদল মাদক পাচারকারী।
বিমানটি উড়া শুরু করার পরপরই নিচে থাকা আরেকদল মাদক পাচারকারীর উদ্দেশে ওই ব্যাগটি তারা ছুঁড়ে দেয় বলে বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানিয়েছেন।
তবে, ব্যাগটি নিচে থাকা মাদক পাচারকারীদের হাতে না পরে পুলিশের কাছে গিয়ে পরে। পুলিশ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ডলারগুলো উপর পার্শ্ববর্তী দেশ প্যারাগুয়ের একটি ব্যাংকের ছাপ ছিল।
ধারণা করা হচ্ছে এই ডলার দিয়ে বলিভিয়ায় একটি কোকেন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হতো কিংবা মাদক বিপননের কাজে ব্যবহার করা হতো।