স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আন্তর্জাতিক মানের হয়নি বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ‘রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের’ প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ কেন্দ্রীয় অনেক নেতা সমাবেশে যোগ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীও মঞ্চে ছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরদিন বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটি মনে করে, সালাউদ্দিন কাদের সুবিচার পাননি। এ রায় গ্রহণযোগ্য নয়- এ কথাও দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
এ রায়ের প্রতিবাদে কোনো কর্মসূচি না দিলেও ‘রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে’ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।