সৌদিতে ১৮ জন হজ যাত্রীর মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এবছর হজ করতে এসে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন মোট ১৮ জন হজ যাত্রী। যারা মারা গেছেন, তারা হলেন- পাবনা জেলার আতাইকুলা উপজেলার মোহাম্মদ জামাল উদ্দিন প্রামাণিক(৬৬)। তার পাসপোর্ট নম্বর- অঋ৭৫২৪৯২৬। জামাল উদ্দিন গত সোমবার মক্কায় মারা যান। তিনি এবছর ব্রাইট ট্রাভেলস এর মাধ্যমে হজ করতে সৌদি আরব আসেন।

চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার জাফর আহমেদ (৬১)।পাসপোর্ট নং অঈ২৬৬৫৪০৩। তিনি মঙ্গলবার মক্কার হারাম শরিফে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ২৭ সেপ্টেম্বর সৌদি বিমানের একটি ফ্লাইটে সেন্টার পয়েন্ট ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজ করতে সৌদি আরব আসেন।

নওগাঁ জেলার মাহাদেবপুর উপজেলার মো. কলিমুদ্দিন (৭৪)। তার পাসপোর্ট নং অঋ৫২৭৯৬২৪। কলিম উদ্দিন বুধবার মদিনায় মারা যান। তিনি এবছর এমজে আইমান ইন্টান্যাশনাল নামক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২৯ সেপ্টেম্বর সৌদি আরব আসেন।

বগুড়া জেলার সোনাতলা উপজেলার মোহাম্মদ কোরবান আলী প্রামাণিক (৮০)। তার পাসপোর্ট নং- অঋ১৩২৩৩৬৫। তিনি রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে মক্কায় মারা যান। কোরবান আলী সিটি নিওন ট্রাভেলসের মাধ্যমে হজ করতে সৌদি আরব এসেছিলেন।

চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ মকবুল হোসাইন (৭৫)। তার পাসপোর্ট নং-অঋ৭১২০৪৮৯। তিনি রোববার সকালে মক্কায় মারা গেছেন। মকবুল হোসেন উত্তরণ ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১২ সেপ্টেম্বর সৌদি আরব আসেন।

গাইবান্ধা উপজেলার পলাশবাড়ী উপজেলার মোহাম্মদ হামিদুর রহমান মন্ডল (৫৭)। তার পাসপোর্ট নং- অএ৭০০৮৮৮৭। তিনি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মক্কায় মারা যান। মাইদুর রহমান এ বছর আইরোড্রুম বাংলাদেশ নামের একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসেন।

নওগাঁ জেলার রানীনগর উপজেলার মোহাম্মদ মজিবর সরদার (৭০)। তার পাসপোর্ট নং- অঊ৭৭৯৩৫১৮। তিনি শুক্রবার মক্কার নুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মজিবর সরদার জান্নাতুল কুলুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ১২ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজ পালনের উদ্দেশে সৌদি আরব আসেন।

কক্সবাজার সদর উপজেলার সাইদুর রহমানের স্ত্রী শাজাহান বেগম (৭০)। তার পাসপোর্ট নং অঋ০১৪৬৩৪৯। তিনি বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মদিনার আল আন্সার হাসপাতালে মারা যান।

শাজাহান বেগম আল শাফা ইন্টারন্যাশনালের মাধ্যম হজ পালনের উদ্দেশে সৌদিতে আসেন। রংপুর জেলার জেলায় গঙ্গাচড়া উপজেলার আবুল কালাম আজাদ (৫০)। তার পাসপোর্ট নং- ঙঈ১০৩৯০২৫। তিনি মঙ্গলবার মক্কার জাহের হাসপাতালে ইন্তেকাল করেন।

আবুল কালাম আজাদ মাবরুর এয়ার ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব আসেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজমুন (৯২)। তার পাসপোর্ট নং- অঋ৮৩৫৩৪৪৮। নাজমুন বৃহস্পতিবার মক্কার আল হেরা হাসপাতালে মারা যান।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শরশের আলী কাজীর ছেলে মোহাম্মদ আফসার আলী কাজী (৬৭)। তার পাসপোর্ট নং অঋ০৬০১৭৫৮।

নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইলিম ফকির (৭১), পাসপোর্ট নং- অঋ০২৯৭৪৮৩।

সাতক্ষীরা সদর উপজেলার মৃত রহমত উল্লার ছেলে জুলফিকার আলী (৫৭)। পাসপোর্ট নং- ড০৪৭৮৩৬২। মোহাম্মদ গোলাম রাব্বানী, পাসপোর্ট নং-অঈ৪৪৮৪৯৯৮।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মোছাম্মত আফরোজা বেগম। পাসপোর্ট নং- অঋ৬২৩০৬৪৮। শেরপুরের শ্রীবর্দী উপজেলার আবু হানিফা। পাসপোর্ট নং- অঋ২৯৭১৭৫৮।

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদ আব্দুল মোমেন (৭৭)। পাসপোর্ট নং- অঋ১০৮৪৩৪৯। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদীয়া গ্রামের রহিমুদ্দিন শিকদারের ছেলে মোহাম্মদ শওকত হোসাইন (৬৪)। পাসপোর্ট নং- অঋ২০৫৪৮৯৩।

হজ যাত্রীদের সবাই হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে মারা যান বলে জানিয়েছেন মক্কা হজ মিশন সূত্র।

চলতি বছর মারা যাওয়া ১৮ জনের মধ্যে, মক্কায় ১১ জন, মদিনায় পাঁচজন ও জেদ্দায় দুইজন । এদের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী রয়েছেন।

এ পর্যন্ত নিহতের প্রত্যকেই হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে মারা যান বলে জানিয়েছেন মক্কা হজ মিশন সূত্র। নিহতদেরকে মক্কা এবং মদিনায় দাফন হয়।

হজ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর (২০১২) হজ মৌসুমে বাংলাদেশী হাজি মৃত্যুর সংখ্যা ছিল ১৭৩জন। এর মধ্যে মক্কায় ১১৯ জন, মদিনায় ২৯ জন, জেদ্দায় সাতজন ও মিনায় ১৮ জন (পুরুষ ১৫৩ জন, মহিলা ২০ জন)।

এদিকে হজ মিশনের মেডিক্যাল টিম সূত্র জানায় বুধবার পর্যন্ত ১৪ হাজার ৪৬১জন বাংলাদেশীকে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। যার মধ্যে নয় হাজার ৭০৮জনকে মক্কায় এবং চার হাজার ৯৫৩ জনকে মদিনায়।

বুধবার পর্যন্ত মক্কা, মদিনা এবং জেদ্দা আইটি ডেস্ক থেকে ২০ হাজার ৯৩৩ জন বাংলাদেশী হজ যাত্রীকে তথ্যসেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে ৯০ হাজার দুইজন (গাইডসহ) বাংলাদেশী হজ পালন করবেন। এর মধ্যে (বুধবার পর্যন্ত) ১৬৫টি (সৌদিয়া ৮৭,বিমান ৭৮) টি ফ্লাইটের মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬৬ হাজার ৫৭০ জন(গাইডসহ) সৌদি আরবে এসে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন হজ মিশন সূত্র।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫