স্পোর্টস ডেস্ক ॥ দুশতম টেস্ট খেলে শচীন টেন্ডুলকারকে অবসরে পাঠাতে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। গত সোমবার এমন প্রতিবেদন ছাপিয়ে মুম্বাই মিরর বেশ সরগরম ফেলেছিল শচীন ভক্তদের মাঝে। অবশেষে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বোর্ড সেক্রেটারি সঞ্জয় প্যাটেল। শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বৃহস্পতিবার জানালেন, শচীনের মতো সিনিয়র ব্যাটসম্যান নিজেই তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা তার বিশেষ অধিকার।
মুম্বাই মিরর’এর প্রতিবেদন নিয়ে প্যাটেল তীব্র প্রতিক্রিয়া জানালেন,‘এটা পুরোপুরি অযৌক্তিক ও বাজে খবর। আমি আপনাদের বলছি, এই সিদ্ধান্ত নেওয়া শচীন টেন্ডুলকারের বিশেষ অধিকার। তার অবসর নিয়ে বোর্ড কথা বলবে না, তাকে নিতেও বলবে না। সে একজন সেরা খেলোয়াড়, বোর্ড তার সঙ্গে এমন কাজ কখনও করবে না।’
এ ধরনের কল্পনাপ্রসূত প্রতিবেদন প্রকাশ না করতে সংবাদকর্মীদের আহ্বান জানালেন প্যাটেল,‘সংবাদমাধ্যমের এ ধরনের খবরকে আমরা গুরুত্ব দেই। আমি মিডিয়া কর্মীদের আহ্বান করছি, দয়া করে অনুমানের উপর নির্ভর করে ভুল প্রতিবেদন প্রকাশ করবেন না।’
ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়ভার পুরোপুরি শচীন ও পাঁচ সদস্যের নির্বাচক প্যানেলের, আর কারও নয় জানালেন বিসিসিআই সেক্রেটারি,‘এটা পুরোপুরি শচীন টেন্ডুলকার ও নির্বাচকদের উপর নির্ভর করছে। নির্বাচকদের উচিত তাকে দলে নেওয়া ও শচীনের উচিত খেলার জন্য প্রস্তুত থাকা। নিজ ইচ্ছায় শচীন যে সিদ্ধান্ত নেবে তাতেই খুশি থাকবে বোর্ড।’