স্টাফ রিপোর্টার ॥ জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার- এ কথা উল্লেখ করে রাজধানীর প্রায় ১২শ’ স্পটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে এই কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করে রমনা থানা জামায়াত। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ড. রেজাউল করিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সরকার।
এ সময় পুলিশ সেখান থেকে ২ জামায়াত কর্মীকে আটক করে। আটককৃত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন মাহফুজুল আলম।