বিনোদন ডেস্ক ॥ নবাগতা বলিউডি অভিনেত্রী পল্লবী শারদা রুপোলিজগতে পা রেখেছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে ‘বেশরম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। শুধু রণবীর নন, পুরো কাপুর পরিবারের সঙ্গে অভিনয়ের সুযোগকে সৌভাগ্য বলে মনে করছেন অস্ট্রেলিয়ায় বড় হওয়া ওই অভিনেত্রী।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, এর আগে ‘মাই নেম ইজ খান’ এবং ‘হিরোইন’ সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। তবে এবার ‘বেশরম’ সিনোমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
পল্লবী বলেন, “পুরো কাপুর পরিবারের বন্ধুত্বপূর্ণ ব্যবহারে আমি মুগ্ধ। তারা কখনও আমাকে বুঝতে দেননি যে আমি তাদের চাইতে জুনিয়র। তাদের সঙ্গে অভিনয় করার সুযোগ আমার জন্য সৌভাগ্য। তাছারা ‘হ্যান্ড উঠাকে নাচ’ গানটিতেও আমি তাদের সঙ্গে নাচতে পেরেছি।”
পল্লবী ২০১০ সালে ‘মিস অস্ট্রেলিয়া’ খেতাব জয় করেন। ২ অক্টোবর ‘বেশরম’ সিনেমাটি অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে।
সিনেমায় তার চরিত্র সম্পর্কে পল্লবী বলেন, “আমি খুব সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে কিনা জীবনকে ভালোবাসে এবং বড় বড় স্বপ্ন দেখে। তবে এক পর্যায়ে বাবলি (রণবীর কাপুর) তার জীবনে আসে এবং তার সব পরিকল্পনা ভেস্তে দেয়।”