রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, পাবনা ॥ দুই হাজার মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্বপ্নের এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে রূপপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী।

উদ্যোগ নেয়ার প্রায় অর্ধশতক পর স্বপ্নের প্রকল্প বাংলাদেশের প্রথম পরামাণু বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন হলো। এদিন তিনি ঈশ্বরদীতে ১২টি উন্নয়নমূলক কর্মকাণ্ডেরও উদ্বোধন করবেন।

পাশাপাশি রূপপুর আণবিক প্রকল্পের মাঠে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

১৯৬১ সালে পরামাণু স্থাপনের উদ্যোগ নেওয়ার পর ১৯৬৩ সালে প্রস্তাবিত ১২টি এলাকার মধ্য থেকে রূপপুরকে বেছে নেওয়া হয়। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে সহযোগিতা চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুয়ায়ী, অবকাঠামো উন্নয়নসহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সব ধরনের সহযোগিতা দেবে রুশ সরকার এবং কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং ব্যবহৃত জ্বালানিও ফেরত নেবে তারা।

রাশিয়া থেকে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে সরকার রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।

দুই ইউনিটের দুই হাজার মেগাওয়াট উৎপাদন মতার প্রস্তাবিত এ কেন্দ্রটির জন্য ২৬২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ও প্রযুক্তির মানের ওপর নির্ভর করে এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটের প্রতিটি স্থাপনে ১৫০ থেকে ২০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

নির্মাণ ব্যয়ের ১০ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, বাকী ৯০ শতাংশ ঋণ দেবে রাশিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫