স্টাফ রিপোর্টান ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা খাবারের মান বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ডাইনিংয়ের খাবার বর্জন করে বিক্ষোভ করে সে হলের আবাসিক শিক্ষার্থীরা।
হল সূত্রে জানা যায়, শহীদ সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে মঙ্গলবার রাতে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন করলে শিক্ষার্থীরা ভালো খাবার দেয়ার দাবি জানায়। এর চেয়ে আর ভালো খাবার দেয়া সম্ভব নয় বলে ডাইনিং ম্যানেজার জানালে শিক্ষার্থীরা এর প্রতিবাদে রাতের খাবার ত্যাগ করে বিক্ষোভ করতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা ডাইনিং ম্যানেজারকে অবরুদ্ধ করে তার পদত্যাগ দাবী করেন। আগামী দু’দিনের মধ্যে খাবারের মান বৃদ্ধি করা না হলে হল ডাইনিং বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
পরে রাত সাড়ে ৯ টার দিকে হল অধ্যা ও পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রুমে ফিরে যায়
শিক্ষার্থীদের অভিযোগ ডাইনিংয়ের খাবারের মান অত্যান্ত নিম্ন মানের। প্রতিদিন একই রকম অপুষ্ঠিকর খাবার পরিবেশন করা হয়। আগের তুলনায় নিন্মমানের খাবার পরিবেশন করা হচ্ছে এখন আ র্েবেশি। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে একাধিক বার অভিযোগ করা হলেও খাবারের মান বাড়ানো তো দূরের কথা দিনের পর দিন তা আরো খারাপ হয়ে যাচ্ছে।
হল প্রধ্যা প্রফেসর ড. আসাবুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ডায়নিংয়ের খাবার মান ঠিকই আছে। সেখানে কোন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে না। তবে খাবারের স্বাদ বাড়ানোর জন্য ডাইনিং ম্যানেজারকে বলা হয়েছে।