নাজমুল মুখোশ উন্মোচন করবেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন নির্বাচনে অংশ নিতে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে এসে মনোনয়পত্র কিনেছেন বাংলাদেশ বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর তিনি সাবের হোসেন চৌধুরীর আভিযোগের জবাব দেন এবং আবারও সবার মুখোশ উন্মোচন করার কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের সামনে আমি সব দুর্নীতির চিত্র তুলে ধরবো। আর সবার মুখোশ খুলে দেবো।’ এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়েছে। এ সময় নাজমুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন- ক্যাটিগরি-২ এর ঘোষিত প্যানেলের প্রার্থীরা। এছাড়াও জেলা ও বিভাগীয় কউন্সিলররা। কাব ক্যাটিগরির প্যানেল ঘোষণা করা হলেও দু’-একদিনের মধ্যেই প্রতিপরে শক্তি বুঝে বাকি প্যানেলগুলো ঘোষণা করা হবে বলে জানান নাজমুল হাসান। তবে তিনি নিজের বিসিবি নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমি আসলে অপো করছি সাবের ভাই নির্বাচনে অংশ নিবেন কিনা তার জন্য। যদি তারা নির্বাচনে অংশ নেন সেই েেত্র আমিও চিন্তা করবো। আর তারা যদি নির্বাচনে অংশ না নেন তাহলে আমরা নির্বাচনে অন্য কৌশল নেবো।’
মনোয়নপত্র নেয়ার পর সংবাদ সম্মেলনে নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরতে গিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা যদি আইসিসি’র গাইডলাইন অনুযায়ী নির্বাচন করতে ব্যর্থ হই তাহলে আমাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। তখন আমাদের দেশের সঙ্গে অন্য কোন দেশ খেলতে পারবে না। তখন দেশের ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে- তা আপনারাই ভাবেন। আমার কাছে নির্বাচনে কে জিতলো বা কে হারলো তা মুখ্য না। আমার কাছে মুখ্য বাংলাদেশের ক্রিকেট।’
এই নির্বাচনের প্রক্রিয়া বৈধ নয় এবং ভোটার তালিকা করার এখতিয়ার রাখে না বিসিবি- সাবের হোসেন চৌধুরীর এমন অভিযোগের প্রেতি নাজমুল হাসান বলেন, ‘এ পর্যন্ত বিসিবি’র যতগুলো নির্বাচন হয়েছে আমরা এবার ঠিক সেভাবেই সবকিছু করছি। আমরা এমন কিছু করছি না যেটা আইন বা গঠনতন্ত্র পরিপন্থি। তারা যেসব অভিযোগ করছে আমি মনে করি এগুলো সাবের ভাইয়ের নিজের করা কোন কিছু না। তার সঙ্গে থাকা দুই-একজন তাকে ভুল ব্যাখ্যা করে এসব করাচ্ছে।’
এদিকে সাবের হোসেন চৌধুরীদের কর্মকাণ্ড দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ুণ্ন করছে বলে অভিযোগ করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উপস্থিত আছেন আইসিসি’র সিইও। আর তার উপস্থিতিতে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমি মনে করি একটি আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ুণ্ন্ন্ন করার জন্য।’ নির্বাচনে সংবিধানের কিছু ধারা লঙ্ঘিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘সংবিধানে এমন কোন ধারাই নেই। আমি বিস্মিত হয়েছি আমি কোথাও এমন কোন ধারাই খুঁজে পাাইনি।’

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫