ফুটবলারদের সেরা ১০ গাড়ি

স্পোর্টস ডেস্ক ॥ নামীদামি গাড়ির দিকে খেলোয়াড়দের আলাদা ঝোঁক দেখা যায় সবসময়। উপমহাদেশে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার তার দামি একাধিক ফেরারি স্পোর্টস কার নিয়ে খবরে এসেছেন আগে। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের শখের বস্তু ছিল একাধিক দামি রেসিং মোটরসাইকেল। বিশেষ গাড়ির প্রতি আলাদা আহাদ বিশ্ব মাতানো ফুটবল তারকাদেরও। এতে নামী তারকারা পথের ধূলি ওড়ান দামি সব ফেরারি, পোর্শে, অডি, ল্যামবরিনি, বেন্টলি, শেভরোলেটের চাকার ঘূর্ণিতে। যেমন ইংলিশ প্রিমিয়ার লীগ তারকারা। এখানে নামীদামি গাড়ির মালিকদের ওপর সমপ্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ নাটস ম্যাগাজিন। এতে বাছাই করা হয়েছে প্রিমিয়ার লীগ ফুটবলারদের সেরা ১০ গাড়ি। তারকা গাড়ির টপ টেন দেখে নিতে পারেন আপনিও।
১. র‌্যাঞ্জ রোভার স্পোর্ট
দাম: ১৩,৩৭৭,০০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ঘণ্টায় ২২৫ কিমি
চলতি বছর প্রিমিয়ার লীগ ফুটবলারদের পছন্দের তালিকায় এগিয়ে এ গাড়িটি। অত্যাধুনিক সুবিধাদি, দ্রুতগতির এবং দর্শনীয় এ গাড়ি প্রস্তুতকারক বৃটেন।
তারকা ড্রাইভার: ড্যারেন বেন্ট (অ্যাস্টন ভিলা); জন ওবি মিকেল, জন টেরি, (চেলসি); স্কট পার্কার (ফুলহ্যাম); লুইস সুয়ারেজ (লিভারপুল); রায়ান গিগস, জেভিয়ার হার্নানদেজ, ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড); জঞ্জো শেলভি (সোয়ানসি); ড্যানি রোজ (টটেনহ্যাম)।
২. পোর্শে কেইন
দাম: ১১,৮০৩,০০০ বিডিটি
সর্বোচ্চ গতি : ২৭৮ কিমি
টানা দ্বিতীয় বছর প্রিমিয়ার খেলোয়াড়দের দ্বিতীয় পছন্দের গাড়ি এটি। জার্মানির স্টুটগার্ট ভিত্তিক এ গাড়ির বিশেষত্ব এর উড়ন্ত গতি।
তারকা ড্রাইভার: স্কট পার্কার (ফুলহ্যাম); স্টিভেন জেরার্ড, কোলো তোরে (লিভারপুল); ইয়াইয়া তোরে (ম্যানচেস্টার সিটি); টম কেভারলি, প্যাট্রিক এভরা, রবিন ফন পার্সি, ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড); (ইউনেস কাবুল টটেনহ্যাম)।
৩. অডি কিউ ৭
দাম: ১১,৭২১,০০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ২৪৯ কিমি
জার্মান এ গাড়ির বড় আকর্ষণ এর চাকচিক্য।
তারকা ড্রাইভার: কাইরান গিবস, বাকারি সাগনা (আর্সেনাল); ফার্নান্দো তোরেস (চেলসি); ন্যানি, রিও ফার্ডিনান্ড (ম্যানইউ); মুসা দেম্বেলে, ইমানুয়েল আদেবায়োর (টটেনহ্যাম); ক্রিস ব্রান্ট (ওয়েস্ট ব্রম)।
৪. অ্যাস্টন মার্টিন ডিবি ৯
দাম: ১৫,৮২৯,৭০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ৩০৬ কিমি
বৃটিশ এ গাড়িটি প্রথম পথে নামে ২০০৪ সালে। আর দেখতে দারুণ এবং উড়ন্ত গতি নিয়ে শুরুতেই এ গাড়ি উঠে পড়ে প্রিমিয়ার ফুটবলারদের পছন্দের তালিকায়।
তারকা ড্রাইভার: ড্যারেন বেন্ট (অ্যাস্টন ভিলা); ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, হুয়ান মাতা, ফার্নান্দো তোরেস (চেলসি); গ্যারেথ বেরি (এভারটন); গ্লেন জনসন (লিভারপুল); জেমস মিলনার (ম্যানসিটি); পিটার ক্রাউচ, ম্যাথিউ ইথারিংটন (স্টোক সিটি); জেক লিভারমুর (টটেনহ্যাম)।
৫. বেন্টলি কন্টিনেন্টাল
দাম: ১৬,২৬০,০০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ৩১৫ কিমি
বৃটিশ এ গাড়ির বিশেষত্ব আকাশ ছোঁয়া গতি।
তারকা ড্রাইভার: স্যামুয়েল ইতো (চেলসি); গ্লেন জনসন, ভিক্টর মোজেস (লিভারপুল); গায়েল কিচি, ডেভিড সিলভা (ম্যানসিটি); ওয়েইন রুনি, অ্যাশলি ইয়ং (ম্যানইউ), ওয়েস ব্রাউন (সান্ডারল্যান্ড), জার্মেইন ডিফো (টটেনহ্যাম)।
৬. পোর্শে প্যানামেরা
দাম: ১৫,০৮৭,৭০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ৩০৩ কিমি
এ মডেলের গাড়ি ফুটবলারদের কাছে আলাদা খাতির পাচ্ছে জোড়া দরজায় এর পেছনের দিকের চমৎকারিত্বে। অনুশীলনে মাঠে আসা যাওয়ায় খেলোয়াড়দের আলাদা পছন্দ এ মডেলের পোর্শে গাড়িটি।
তারকা ড্রাইভার: থমাস ভারমেলেন (আর্সেনাল); রমেলু লুকাকু (চেলসি); স্টিভেন পিয়েনার (এভারটন); ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল); ইডেন জেকো, ভিনসেন্ট কম্প্যানি, সামির নাসরি (ম্যানসিটি)।
৭. ফেরারি ৪৫৮
দাম: ২০,৮৬১,১০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ৩২৫ কিমি
ইতালিয়ান গাড়ির তীরের মতো দেখতে এ মডেলটির বিশেষত্ব এর দ্রুত গতি।
তারকা ড্রাইভার: ম্যাথিউ ফামিনি, মেসুত ওজিল, থিও ওয়ালকট, জ্যাক উইলশেয়ার (আর্সেনাল); ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি (চেলসি); মিকা রিচার্ডস (ম্যানসিটি), লুইস ন্যানি (ম্যানইউ)।
৮. লামবরঘিনি গালার্দো
দাম: ১৮,৪৫৫,০০০ বিডিটি
সর্বোচ্চ গতি: ৩১৫ কিমি
দারুণ দেখতে ইতালিয়ান গাড়ির মডেলটি এ বছর আকর্ষণের কেন্দ্রে তার চাকচিক্যে।
তারকা ড্রাইভার: অ্যাশলি কোল (চেলসি); প্যাট্রিক এভরা, রিও ফার্ডিন্যান্ড, ডেভিড ডি গিয়া, লুইস ন্যানি, ওয়েইন রুনি (ম্যানইউ)।
৯. অডি আর৮
দাম: ১৩,৯৮৩,১০০
সর্বোচ্চ গতি: ২৫২ কিমি
ছয় স্পিড গিয়ার বক্সের এ জার্মান গাড়ি গত বছর ছিল পাঁচ নম্বরে ।
তারকা ড্রাইভার: পিতর চেক (চেলসি); টম কেভারলি (ম্যানইউ); অ্যারন রামসে, থিও ওয়ালকট (আর্সেনাল); মিকা রিচার্ডস, ডেভিড সিলভা (ম্যানসিটি) ।
১০. শেভরোলেট ক্যামারো
দাম: ৪,৯২৪,৭৫০
সর্বোচ্চ গতি: ২৫২ কিমি।
যুক্তরাষ্ট্রের মিশিগান ভিত্তিক দ্রুত গতির গাড়িটি অপোকৃত দামে সস্তা
তারকা ড্রাইভার: ন্যানি (ম্যানইউ); পিতর চেক (চেলসি); চিক তিওতে (নিউক্যাসল)।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫