বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। একাত্তর সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেয়ায় এক সংবাদ সম্মেলন থেকে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন এ ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় বুধবার সকাল-সন্ধ্যা দণি ও উত্তর জেলা চট্টগ্রামে হরতাল পালন করা হবে। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর নসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।