স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপির একক আধিপত্যের মধ্যে দিয়ে বসুন্ধরা জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শেষ হলো। তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ১০০টি ইভেন্টের মধ্যে ৫৮টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পদক পেয়ে তারা শিরোপা অব্যাহত রেখেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ আনসার ১৫টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জিতে রানারআপ হয়। বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলাম ১৩টি স্বর্ণ জিতে ব্যক্তিগতভাবে এবং মেয়েদের বিভাগে মরিয়ম খাতুন ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া বিকেএসপির জাহিদুল ইসলাম ১১টি, টিটু মিয়া ১১টি, নয়ন আলী ৬টি, রাশেদা খাতুন ৬টি স্বর্ণ পদক জিতেছেন। গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি, এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (পিআর এন্ড হেড অব এএইচআর) এডভাইজার লে: কর্ণেল খন্দকার আব্দুল ওয়াহিদ (অব.), সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন রফিজ এবং যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির প্রধান এম বি সাইফ।