জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ গ্রেপ্তারকৃত ৮ নেতার মুক্তির দাবিতে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা চলছে।
রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
শনিবার পর্যন্ত গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি না দেয়ায় রাবি শাখা শিবির পূর্বঘোষিত হরতাল পালনে সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সকাল থেকে রাজশাহী নগরীতে শান্তি পূর্ণ হরতাল চলছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাবি শাখা শিবিরের প্রচার সম্পাদক মোহসিন আলম স্বারিত এক ই-মেইল বার্তায় হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবিরের দায়িত্বশীল পর্যায়ের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে চার জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল চলবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ৮ শিবির নেতাকর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকায় শিবির পরিচালিত কনটেস্ট কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে ১৩টি ককটেল ও ৮ রাউন্ড গুলি ভর্তি পিস্তল, ধারালো অস্ত্র, জিহাদী বই উদ্ধার করে।