বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেছে। ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদায় স্বীকৃতি ও পেশাগত সমস্যা সমাধানসহ দ’দফা দাবিতে শনিবার দুপুরে শহরের মাসকান্দা এলাকায় ইনস্টিটিউটের সামনে তারা এ ঘটনা ঘটায়। এ সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে দু’ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীরা জানান, সরকার তাদের যৌক্তিক দাবি না মেনে টালবাহানা করছে। দাবি না মানা পর্যন্ত কাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন অব্যাহত থাকবে।