স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন সরকার উৎখাতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে দলের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন মতায় থাকার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরমোনাই পীর বলেন, ‘ইসলামবিরোধী এ সরকারকে মতা থেকে উৎখাতের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আমার দল ও দেশের জনগই। ইশা ছাত্র আন্দোলনের নেতাদের যে কারণে গ্রেফতার করা হয়েছে তা অত্যন্ত ভিত্তিহীন। মূলত তারা ফেসবুকে এবং টুইটারে প্রধানমন্ত্রীর ছেলে জয়ের বক্তব্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইসলামবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কারও ইসলামবিরোধী তৎপরতার সমালোচনা করা কি রাষ্ট্রবিরোধী কাজ?
সরকার ভিন্নমতকে সহ্য করতে পারে না উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘সরকার তাই নিত্যনতুন ইসলামবিরোধী আইন করছে। একদিকে নাস্তিকদের লালন করেছে, অন্যদিকে ইসলামী আন্দোলনের কর্মীদের দমনে ব্যস্ত হয়ে পড়েছে।’ সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই দিশেহারা হয়ে আলেমদের বিরুদ্ধে হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে তারা। অথচ ছাত্রলীগ-যুবলীগের অপকর্মের ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’
সংবাদ সম্মেলনে চরমোনাই পীর অভিযোগ করেন, ‘আগামী ৩ অক্টোবর বরগুনা-২ আসনের উপনির্বাচনে আমাদের প্রার্থী গোলাম সারোয়ার হিরুর পে গণজোয়ার দেখে সরকার বিজয় কেড়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে।’ এ সময় সরকারি দলের প্রার্থীর ওপর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে নির্দলীয়, নিরপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্য মুহাম্মদ ইউনূস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান ও ঢাকা মহানগরীর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন।